ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জুন ০৮, ২০২৩

ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়

ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়
ফরিদপুরে বৃষ্টির জন্য ইসতিসকা নামাজ আদায়

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:


প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। রোদ আর গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ।এদিকে লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত।  তাই বৃষ্টির আশায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ স্কুল মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন এলাকাবাসী।


বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৭ টায় খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে চরভদ্রাসন বাজার ও আশেপাশের এলাকার প্রায় ৩ শতাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।


নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন আদর্শস্কুল জামে মসজিদের ইমাম মুফতি শফিউল্লাহ।

 

এ বিষয়ে ইমাম মুফতি শফিউল্লাহ বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইসতিসকা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।আর এই নামাজ আদায় করে আল্লাহর কাছে চাইলে তিনি খালি হাতে ফিরিয়ে দেননা।





Post Top Ad

Responsive Ads Here