আলফাডাঙ্গার শিরগ্রাম বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ১২, ২০২৩

আলফাডাঙ্গার শিরগ্রাম বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত

আলফাডাঙ্গার শিরগ্রাম বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত
আলফাডাঙ্গার শিরগ্রাম বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী (কো-অপ্ট) সদস্য নির্বাচিত হয়েছেন মো. ফারুক খান। তিনি ফরিদপুর জেলা পরিষদের সদস্য।  


সোমবার (১২ জুন) সকাল ১১টায় বিদ্যালর অফিস কক্ষে অনুষ্ঠিত নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে মো. ফারুক খানকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়।


শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাতিল ইবনে ওলি'র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসীবের (শাহিন মিয়া) পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়। 


নবনির্বাচিত কো-অপ্ট সদস্য ফারুক খান বলেন, এ রকম একটি সুনামধন্য বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সন্মান জানানো হয়েছে; আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো। 


এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং আগামীর তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বির্নিমাণে গর্বিত অংশীদার হওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

Post Top Ad

Responsive Ads Here