আলফাডাঙ্গার শিরগ্রাম বালিকা বিদ্যালয়ের বিদ্যোৎসাহী নির্বাচিত |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী (কো-অপ্ট) সদস্য নির্বাচিত হয়েছেন মো. ফারুক খান। তিনি ফরিদপুর জেলা পরিষদের সদস্য।
সোমবার (১২ জুন) সকাল ১১টায় বিদ্যালর অফিস কক্ষে অনুষ্ঠিত নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে মো. ফারুক খানকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়।
শিরগ্রাম শাহাজাদী শিরিন বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাতিল ইবনে ওলি'র সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসীবের (শাহিন মিয়া) পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত কো-অপ্ট সদস্য ফারুক খান বলেন, এ রকম একটি সুনামধন্য বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হতে পেরে আমি অনেক গর্বিত ও আনন্দিত। আমাকে যে সন্মান জানানো হয়েছে; আমি তার প্রতিদান দেয়ার সর্বাত্মক চেষ্টা করবো।
এসময় তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন তথা প্রতিষ্ঠানটির সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং আগামীর তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বির্নিমাণে গর্বিত অংশীদার হওয়ার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।