দেশে ২ লাখ ৮০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জুন ০৫, ২০২৩

দেশে ২ লাখ ৮০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন

দেশে ২ লাখ ৮০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন
দেশে ২ লাখ ৮০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমোদন


নিজস্ব প্রতিবেদক:


দেশে ২ লাখ ৮০ হাজার ৮০০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমোদন দিয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয় এ লক্ষ্যে ২১০টি পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি আবেদন অনুমোদন করে।


সোমবার কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে, রোববার কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানিয়েছিলেন, সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বা আইপি দেবে কৃষি মন্ত্রণালয়। পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সীমিত আয়ের এবং শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবসহ সব ভোক্তার স্বার্থ রক্ষায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়।


উল্লেখ্য, পেঁয়াজ উৎপাদন করে কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য কৃষকের স্বার্থ সুরক্ষায় বিগত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল।



Post Top Ad

Responsive Ads Here