৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, জুন ১১, ২০২৩

৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন

 

৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন
৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন 


মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:


৫ দফা দাবিতে বৃহত্তর কুষ্টিয়া তামাক চাষি সুরক্ষা কমিটির মানববন্ধন করেছে। ১১ জুন ২০২৩ইং রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া উপ-কর কমিশনার সার্কেল-১৮ এর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সহ-সভাপতি নাজিম উদ্দিন। বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক শামীম ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত লাভলু এবং তামাক চাষি সুরক্ষা কমিটির নেতারা।


মানববন্ধন শেষে কুষ্টিয়া উপ-কর কমিশনারের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন তারা।


এ সময় তারা ৫ দফা দাবিনামা পেশ করেন। দাবিগুলো হলো-কৃষক/চাষীদের নিকট থেকে তামাক ক্রয়ের ওপর ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, তামাক চাষীদের জন্য সরকারিভাবে কৃষি ঋণের ব্যবস্থা, ন্যায্য মূল্য ব্যতিরেকে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নিকট তামাক বিক্রয় বন্ধ করা, তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করা এবং বিদেশে তামাক রপ্তানি বন্ধ না করা।


এ ছাড়া মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবির ব্যাখ্যা করে বলেন উৎপাদিত তামাক এ অঞ্চলের অর্থকরী ফসল হিসেবে গণ্য করা হয়। এই তামাক বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন লাখ লাখ মানুষ। তারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির নাম উলে­খ করে বলেন এসব বড় বড় কেম্পানীর চক্রান্তে সরকার চলতি অর্থবছর থেকে তামাক ক্রয়ের ক্ষেত্রে ১০ শতাংশ আয়কর প্রদান চালু করেছে।


তারা বলেন, এসব বিদেশী কোম্পানীর উপর করারোপ হলে কোন সমস্যা নেই। কারন তাদের মুনাফার হার প্রচুর। কিন্তু দেশীয় কোম্পানী এই গর হার বহন করতে অক্ষম। তারা বলেন দেশীয় তামাক কোম্পানির জন্য ১০ শতাংশ আয়কর প্রত্যাহার করা হলে তারা দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে।


তারা আরও বলেন, এই অঞ্চলের উৎপাদিত তামাক বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। ফলে দেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। এতে দেশের অর্থনীতিতে রেমিট্যান্স যুক্ত হয়। কিন্তু বহুজাতিক কোম্পানির একটি প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এ দেশের সাধারণ গরিব তামাক চাষীদের দারিদ্রতার সুযোগ নিয়ে সুদের মাধ্যমে দাদন বা ঋণ দিয়ে এককভাবে তামাক ক্রয় করে আসছে। তামাক চাষীদের ঋণের নামে ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর সুদের ব্যবসা বন্ধ করতে হবে।


তারা বলেণ তামাক চাষীদের জন্য সরকারি কৃষি ঋণের ব্যবস্থা হলে আমরা ব্রিটিশ আমেরিকার টোব্যাকোর নিকট তামাক বিক্রি বন্ধ করে দেব।

তারা বলেন “জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমেরিকা ব্রিটিশ নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা তামাক চাষীরা প্রধানমন্ত্রীর পাশে থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত।”


Post Top Ad

Responsive Ads Here