পরীমনির সঙ্গে সেলফি তোলার সুযোগ
প্রিয় তারকার সঙ্গে সেলফি তোলার ইচ্ছা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। অনুরাগীরা পছন্দের অভিনয়শিল্পীদের দেখা পেতে আগ্রহী হয়ে থাকেন। এবার নিজের ভক্তদের সুখবর দিলেন পরীমনি। জানালেন, তার সঙ্গে গল্প করার পাশাপাশি তোলা যাবে সেলফি। সামাজিক মাধ্যমে এ কথা পরী নিজেই জানিয়েছেন।
রোববার নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমনি। সেখানে দেখা যাচ্ছে পুত্র রাজ্যকে নিয়ে বি
মানের দরজায় দাঁড়িয়ে তিনি। ক্যাপশনে লিখেছেন, আমরা কিন্তু চলে এসেছি। প্রিয় সিলেটবাসী,আজ গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে সন্ধ্যার শোয়ে আপনাদের সঙ্গে ‘মা’ সিনেমাটি দেখব আমরা! একসঙ্গে সিনেমা উপভোগ, গল্প, সঙ্গে হবে সেলফি।
কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত ‘মা’ ছবিটি। এটি চলছে সিলেটের গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে। সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল পরীর। সেকারণেই সিলেট উড়ে গেছেন নায়িকা।
জানা গেছে, আজ (১১ জুন) রোববার সন্ধ্যার বিশেষ প্রদর্শনীতে দর্শকের সঙ্গে সিনেমা উপভোগ করবেন পরীমনি। সেইসঙ্গে দর্শকের আড্ডার পাশাপাশি সেলফিতেও অংশ নেবেন নায়িকা।