চারঘাটে প্রায় দুই কেজি বিস্ফোরকদ্রব্যসহ একজনকে আটক |
মোঃ ইসমাইল হক, চারঘাট, রাজশাহী:
রাজশাহীর চারঘাট থানাধীন চকমোক্তারপুর নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিস্ফোরক দ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাবের নিয়মিত অভিযানে চকমোক্তারপুর এলাকা থেকে ১.৯৬৫ কেজি বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে। অভিযানে ৯০০ গ্রাম গান পাউডার, ছোট ছোট কালো পাথর-৪৮০ গ্রাম, কাচের ভাংগা টুকরা-৩০০ গ্রাম, ছোট ছোট কাটা তার-২৮৫ গ্রাম জব্দ করেছে। ওই সময় অভিযুক্ত আসামী মোঃ হেলাল (৪০) আটক করা হয়। সে উপজেলার চকমুক্তারপুর গ্রামের মৃত সৈয়ম আলী সোয়েব এর ছেলে।
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, আটকৃত আসামী চারঘাটের অন্যতম বড় মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী। সে উক্ত বিস্ফোরকদ্রব্য বর্তমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে জনগণের ও সম্পত্তির ক্ষতি সাধনের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল। ইতিপূর্বে তার অস্ত্র, মাদক ও মারামারিসহ মোট ০৬ টি মামলা রয়েছে। এই তথ্য সনিশ্চিত করেছে র্যাব-৫।
উক্ত আসামীকে চারঘাট মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব-৫। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন অফিসার ইন-চার্জ এএসএস সিদ্দিকুর রহমান।