ফরিদপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬০ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

ফরিদপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৬০ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 


সঞ্জিব দাস, ফরিদপুর : 

ফরিদপুরে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ৬০টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল দশটায় গণভবনে দেশের প্রকল্পগুলো উদ্বোধনের সাথে ফরিদপুরের ৬০ প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 


এ উপলক্ষে ফরিদপুরের জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহ্সান তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সিভিল সার্জন ডাক্তার সিদ্দিকুর রহমান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। 


এ সময় প্রধানমন্ত্রী ফরিদপুরের ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, ৪১ টি স্কুল ভবন নির্মাণ, ১টি সমাজসেবা ভবন নির্মাণ, ১টি বোয়ালমারী পরমেশ্বরদী কমিউনিটি ক্লিনিক, ১টি সদরপুর সাব-রেজিস্ট্রি অফিস, ১টি ১০ বেডের আইসিইউ ও ১টি টেক্সটাইল ইনস্টিটিউটের উদ্বোধন করেন।

Post Top Ad

Responsive Ads Here