জয়পুরহাটে সড়কের পাশ থেকে নারীর এক মরদেহ উদ্ধার |
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটে সড়কের পাশে আনোয়ারা বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার (১৫ নভেম্বর) সকালে জয়পুরহাট সদর উপজেলার হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির।
নিহত ব্যক্তির নাম আনোয়ারা বেগম (৪২)। তিনি দিনাজপুরের হাকিমপুর সাতআনা আলীরহাটের সেলিম হোসেন স্ত্রী।
ওসি হুমায়ূন কবির জানান, আনোয়ারা বেগম নামে ওই নারীর মরদেহ হিচমী-পুরানাপৈল বাইপাস সড়কের পাশে ওড়না দিয়ে ঢেকে রাখা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে মর্গে পাঠায়।
ওসি আরও জানান, আনোয়ারা বেগমের শরীরের কোন স্থানে আঘাতের চিহ্ন নেই। পুলিশের ধারণা আনোয়ারা বেগমের অন্য কোন স্থানে মৃত্যু হয়েছে। কেউ তাঁকে এখানে ফেলে গেছেন।