সালথার মাঝারদিয়া বাজারে অবৈধ স্থাপনা অপসারণ অভিযান |
শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে মাঝারদিয়া বাজারের নির্ধারিত তোহা বাজারে অবৈধভাবে গড়ে উঠা ৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ খলিলুর রহমান, ইউপি ভূমি কর্মকর্তা আসলাম মোল্যা, সালথা থানা পুলিশের এসআই পরিমল কুমার বিশ্বাস সহ পুলিশ অন্যান্য সদস্যবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন বলেন, মাঝারদিয়া বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করায় ওই বাজারের তিনটি দোকান উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পুনরায় যাতে দোকান নির্মাণ না করে সেজন্য দোকান নির্মাণকারীদের সর্তক করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।