ফরিদপুরে ‌বিভাগীয় বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ২৫, ২০২৩

ফরিদপুরে ‌বিভাগীয় বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

 


সঞ্জিব দাস, ফরিদপুর : 

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


ফরিদপুর শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত শনিবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় ‌নকআউট পর্বের খেলায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ‌মাদারীপুর জেলা দল। তারা ‌ ফাইনালে ফরিদপুর জেলা দলকে ১১- ৪ গোলের ব্যবধানে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


প্রতিযোগিতার অপর দলগুলি ছিল ‌ রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর। 


খেলা শেষে ‌ ফরিদপুর মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও ফরিদপুর জেলা প্রশাসকের সহধর্মিনী আবেদা সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মিজ লুনা আফরোজ।


অনুষ্ঠানের বিশেষ অতিথি বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার, রাজবাড়ী জেলা প্রশাসকের সহধর্মিনী জিনাত আফরিন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিনী শাকিলা তামান্না, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিনী ‌ আকলিমা রুমা, ঢাকা বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি নাসরিন আফজাল, সাধারণ সম্পাদিকা কামরুন নাহার হীরা প্রমুখ।


এসময় বক্তারা নিয়মিত খেলাধুলা করার জন্য খেলোয়াড়দের আহ্বান জানান। তারা বলেন এই প্রতিযোগিতা থেকে অনেক ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে এবং তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অগ্রণী ভূমিকা রাখতে পারবে। 


প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাদারীপুর জেলা দলের আয়েশা শ্যামলী।

Post Top Ad

Responsive Ads Here