বগুড়ায় রেলওয়ে টিকেট কাউন্টার থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের টিকেট কাউন্টার থেকে অজ্ঞাত এক বেক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) ভোরে রেলওয়ে টিকেট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত (৭৫) নামের এক বেক্তির লাশ উদ্ধার করা হয়।
সান্তাহার রেলওয়ে থানার মোক্তার হোসেন বলেন, ধারনা করা হচ্ছে বার্ধক্য জনিত কারণে রাতে ঐ বেক্তির মৃত্যু হতে পারে। মৃত বেক্তির পরিচয় সনাক্তের জন্য নওগাঁ জেলা পিবিআই'র একটি দল কাজ করছে।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।