কুষ্টিয়ায় এডাবের রেফ্রেশার ওয়ার্কশপ অন রিসোর্স পুল ম্যানেজমেন্ট উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১৯, ২০২৩

কুষ্টিয়ায় এডাবের রেফ্রেশার ওয়ার্কশপ অন রিসোর্স পুল ম্যানেজমেন্ট উদ্বোধন

কুষ্টিয়ায় এডাবের রেফ্রেশার ওয়ার্কশপ অন রিসোর্স পুল ম্যানেজমেন্ট উদ্বোধন
কুষ্টিয়ায় এডাবের রেফ্রেশার ওয়ার্কশপ অন রিসোর্স পুল ম্যানেজমেন্ট উদ্বোধন


মোঃ হাবিবুর রহমান , কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ায় শনিবার (১৮ নভেম্বর ২০২৩) প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এডাব এর আয়োজনে "Refresher Workshop on Resource Pool Management" শীর্ষক ওয়ার্কশপ আয়োজন করা হয়।


উক্ত প্রশিক্ষণ উদ্বোধন করেন মোঃ রবিউল ইসলাম, নির্বাহী পরিচালক, দিশা ও কার্যনির্বাহী সদস্য, এডাব কেন্দ্রীয় কমিটি।


 এসময় এডাব এর পরিচালক এ কে এম জসীম উদ্দিন এবং কর্মসূচি পরিচালক কাওসার আলম কনক, এডাব কুষ্টিয়া জেলা কমিটির সদস্য সচিব এম আর ইসলাম উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য এডাব রিসোর্স পুলের সদস্যগণ উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

Post Top Ad

Responsive Ads Here