কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ১৫, ২০২৩

কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ

কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ
কাউখালীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ প্রণোদনা বিতরণ


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার দুপুরে (১৫ নভেম্বর) উপজেলা চত্বর থেকে ২০২৩-২৪ অর্থবছরে রবি ফসল ও বোরো হাইব্রিড ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 


এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বায়েজিদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ। 


উপজেলার ১ হাজার ৭০০শত ৫৫ জন কৃষক রবি ফসল ও দুই হাজার জন কৃষক হাইব্রিড ধানের বীজ পাবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এই বীজ এবং সারের সুষ্ঠু ব্যবহার করতে হবে এবং এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।


Post Top Ad

Responsive Ads Here