রাজশাহী চিনিকলের ৬০০ ট্রলি ও ২০টি ট্রাক্টর খোলা আকাশে নিচে থেকে বিকল হচ্ছে |
ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:
রাজশাহী চিনিকলের আখ পরিবহনে ব্যবহৃত ট্রাক্টর ও ট্রলি রোধ, বৃষ্টি ঝড়ের মাঝে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের পরিবহন। প্রতি বছরে মাত্র ১৫-২০ দিনের ব্যবহারের পর এসব পরিবহন পড়ে থাকে খোলা আকাশের নিচে। এসব পরিবহন ব্যবহারের সময় মেরামত করতে হয়। যা সচল করতে ব্যয় হচ্ছে মোটা অংকের টাকা।
রাজশাহী চিনিকল অফিস তথ্যমতে, রাজশাহী চিনিকলের আখ পরিবহনের জন্য ৬০০ ট্রলি ও ২০টি ট্রাক্টর আছে। ২০২২-২০২৩ মাড়াই মৌসুমে রাজশাহী সুগার মিল ৩৫ দিন চালু রাখার কথা থাকলেও ২১ দিনেই শেষ হয়েছে আখ মাড়াই কার্যক্রম। চলতি মৌসুমে ২৬ হাজার ৪৫ মেট্রিক টন আখ মাড়াই থেকে চিনি উৎপাদন হয়েছে মাত্র এক হাজার ৩৫৬ মেট্রিক টন। যার উৎপাদন খরচ ৮৩ কোটি ১ লাখ ২৯ হাজার টাকা। ফলে মাত্র ২১ দিনই ব্যবহার হয়েছে এসব পরিবহন। ব্যবহারের পর এসব পরিবহন আবার রাখা হয় খোলা আকাশের নিচে।
অনুসন্ধানে দেখা গেছে আখ পরিবহনের জন্য যেসব ট্রলি ও ট্রাক্টর রক্ষণাবেক্ষণ না করার কারনে বিকল হয়ে গেছে প্রায় অর্ধেক পরিবহন। ট্রলিগুলো দীর্ঘদিন পড়ে থাকলে সরকারী অর্থে ক্রয়কৃত যানবাহন ব্যবহারের অনুপযোগী হওয়ার আশঙ্কা রয়েছে। চিনি কলমিলের একজন কর্মকর্তা বলেন, প্রতিবছরই গড়ে প্রায় ১০ লাখ টাকার মতো খরচ হচ্ছে এসব গাড়ির সচল করতে।
আখ পরিবহনের জন্য যত গাড়ি আছে সেই তুলনায় রাখার জায়গা নেই। এই পরিবহন গুলো নিরাপদে রাখতে গেলে দরকার গ্রেজ। কিন্ত এই গ্রেজ তৈরী করতে ব্যয় হবে অন্তত দেড়কোটি টাকা। যা ব্যয়ভার এই চিনি কলের নেয়া সম্ভব না। যার কারনে বাধ্য হয়েই পরিবহন গুলো খোলা আকাশের নিচে রাখা হচ্ছে বলে জানান, রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার।