খোলা বাজরে জ্বালানি তেল ও এলপি গ্যাস নাশকতার হাতিয়ার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, নভেম্বর ১৪, ২০২৩

খোলা বাজরে জ্বালানি তেল ও এলপি গ্যাস নাশকতার হাতিয়ার

খোলা বাজরে জ্বালানি তেল ও এলপি গ্যাস নাশকতার হাতিয়ার
খোলা বাজরে জ্বালানি তেল ও এলপি গ্যাস নাশকতার হাতিয়ার


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:


রাজশাহী জেলাসহ ৯ উপজেলায় অবৈধভাবে এলপি গ্যাস, জ্বালানি তেল এবং করাত কলের ব্যবসা চলামান রয়েছে। আসন্ন নির্বাচন কেন্দ্র করে বড় ধরনের নাশকতার হাতিয়ার হিসাবে ব্যবহার হচ্ছে ওই উপকরণ গুলো।    


সংশ্লিষ্ট দপ্তরের তথ্য মতে জানা যায়, লাইন্সেস ও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়া এলপি গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা যাবে না, যানবাহনের চালানার কাজে ব্যবহারিত ডিজেল, পেট্রোল, জন্য নিদৃষ্ট নীতিমালা অনুযায়ী বিক্রয়ের আদেশ রয়েছে। অপরদিকে করাত কল বা কাঠ ফারায় যন্ত্র স্থাপনা এবং ব্যবহারিত গাছ নিদৃষ্ট স্থানে মজুদ রাখা নিয়েও রয়েছে অনেক নির্দেশনা। কিন্ত সরকারী অনুমোদীত লাইসেন্স ছাড়ায় খোলা বাজরে দেদারসে ব্যবসা করে যাচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।


অনুসন্ধানে জানা যায়, স্থানীয় বিভিন্ন মহলকে তদারকির মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের ব্যবসা চলামান রয়েছে। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করতে গেলেও সরজমিনে ওই সকল দোকান মালিকদের ব্যবসা প্রতিষ্ঠান তালা বন্ধ দেখা যায়। পরক্ষনে পূনরাই তাদের ব্যবসা আগের মতই চলতে থাকে। উপজেলায় লাইন্সেস ছাড়া সিলিন্ডার গ্যাস এবং বোতলজাত জ্বালানি তেল খোলা বাজারে বিক্রয় করছে পানের দোকানদার, চায়ের দোকানদার, মোবাইল ফ্লেক্সিলোডের দোকান,  মুদির দোকানদারসহ  মোনহারী, ওষুধ ও ইলিকট্রনিক্স ব্যবসায়ীরা।


বিস্ফোরক আইন ১৮৮৪ এর এলপি গ্যাস নীতিমালায় ২০০৪ এর ৬৯ ধারার ২ বিধিতে লাইসেন্স ছাড়া এলপিজি মজুদ এবং বিক্রয় করা যাবে না। নিয়ম অনুযায়ী ৮টি গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুদের ক্ষেত্রে লাইসেন্স নিতে হবে। একই বিধির ৭১নং ধারায় বলা আছে, আগুন নেভানোর জন্য যথেষ্ট পরিমাণ অগ্নিনির্বাপক যন্ত্রপাতি এবং সরঞ্জাম মজুদ রাখার নির্দেশনা রয়েছে। অপরদিকে পরিবশে অধিদপ্তরে কর্তৃক যানবাহনে ব্যবহারিত জ্বালানী তেল বিক্রয়ের বিধিনিষেধ রয়েছে। কিন্ত অসাধু ব্যবসায়ীরা আইন অমান্য করে তাদের অবৈধ ব্যবসা চলমান রেখেছে। এদিকে সংশ্লিষ্ট দপ্তর বলছেন, তারা প্রায় অভিযান পরিচালনা করে জেল ও জরিমানা করা করছেন। 


আসন্ন নির্বাচন কেন্দ্র করে নাশকতা প্রতিহত করতে খোলা বাজারে অবৈধভাবে জ্বালানী তেল ও এলপি গ্যাস বিক্রয় এবং করাত কলে ব্যবহারিত গাছের গুড়ি সড়কের পাশে মজুদ করা করা যাবে না বলে আইন শৃঙ্খরা সভায় নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক। ওই সময় তিনি জেলার ৯টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরকেও যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়েছেন। 


 

Post Top Ad

Responsive Ads Here