স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, নভেম্বর ২২, ২০২৩

স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ

 

স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ
স্বাম্ভব্য প্রার্থীদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ 

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ শুরু হয়েছে। আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বুধবার এ নির্বাচনী সামগ্রী অপসারণ করা হয়। 


জানাগেছে, গত ১৫ নভেম্বর নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করেন। ওই দিনই নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল ধরনের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারনের নির্দেশ দেন। কিন্তু বরগুনা- ১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের নির্বাচনী এলাকার স্বাম্ভব্য প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করেনি। ওই নোটিশে উল্লেখ আছে, নির্বাচনী এলাকায় বিদ্যমান সকল প্রকার নির্বাচনী প্রচারনা সামগ্রী ( পোষ্টার, ব্যানার, দেয়াল লিখন, বিল বোর্ড, গেইট, তোরণ, ঘের, প্যান্ডেল ও আলোক সজ্জা) স্বাম্ভব্য প্রার্থীদের নিজ খরচে অপসারণ করতে হবে। কিন্তু স্বাম্ভব্য প্রার্থী সাংসদ অ্যাড.ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,  অ্যাড. কামরুল আহসান মহারাজ, খলিলুর রহমান, এসএম মশিউর রহমান শিহাব নোটিশ জাড়ির ছয় দিন পেরিয়ে গেলেও তা অপসারণ করেনি। 


গত বরিবার বরগুনা জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম এ নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণের নোটিশ দিয়েছেন। কিন্তু স্বাম্ভব্য প্রার্থীরা তার নোটিশও উপেক্ষা করছেন। স্বাম্ভব্য প্রার্থীরা প্রচারনা সামগ্রী অপসারণ না করায় বুধবার আমতলী পৌর মেয়র মতিয়ার রহমানের উদ্যোগে বিদ্যমান নির্বাচনী প্রচারনা সামগ্রী অপসারণ করা শুরু হয়েছে। 


বুধবার আমতলী পৌর শহরের বিভিন্ন এলাকা সরেজমিনে ঘুরে দেখা দেছে,  গাছ ও বিদ্যুতের খুটির সঙ্গে লটকানো স্বাম্ভব্য প্রার্থীদের ব্যানার ও ফেষ্টুন অপসারণ করছে। 


আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, নির্বাচন কমিশনের দেয়া নোটিশের নির্দেশ মোতাবেক স্বাম্ভব্য প্রার্থীদের বিদ্যমান নির্বাচনী প্রচার সামগ্রী অপসারণ করা হচ্ছে। 




Post Top Ad

Responsive Ads Here