আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে রহিত (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাতে আদমদীঘির কুন্দ্রগ্রাম ইউপির গাদোঘাট এলাকায় ঘটনাটি ঘটে। নিহত রহিত কুন্দ্রগ্রাম ইউপির বশিকোড়া এলাকার মৃত শফি উদ্দিনের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, বুধবার রাতে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সান্তাহার গামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃত রহিত মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ি থেকে বের হয়ে রেললাইনে হাটাহাটি করার সময় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।