রাঙ্গামাটিতে নৌকা প্রার্থী দীপংকর তালুকদার মনোনয়নপত্র জমা দিলেন |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি ;
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ পার্বত্য রাঙ্গামাটি আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাঙ্গামাটির আসনে আওয়ামী লীগের একমাত্র মনোনিত প্রার্থী সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।
বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দানের শেষ দিন সকালে দীপংকর তালুকদার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার মোশারফ হোসেন খানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অংসুইপ্রু চৌধুরী, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনু, সাবেক পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, বৃষকেতু চাকমা, সাবেক পৌর চেয়ারম্যান হাবিবুর রহমানসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের উন্নয়নে অন্যান্য সরকারের চেয়ে আওয়ামী লীগ সরকার রেকর্ড পরিমাণ উন্নয়ন করেছে। যা ইতিহাস সৃষ্টি করেছে। আর যেসব উন্নয়ন কাজ অসমাপ্ত রয়েছে তা সমাপ্ত করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান এবং পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করে মানুষকে শান্তিতে রাখা ও মানুষের উন্নয়নে আবারও কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
এর আগে রাঙ্গমাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ রাঙ্গামাটি জেলা শাখা উদ্যাগে মনোনয়ন জমাদান উপলক্ষে বিশেষ মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়।