বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি'র মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ০১, ২০২৩

বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি'র মানববন্ধন

বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি'র মানববন্ধন
বৈষম্যমূলক ধারা সংশোধনের দাবিতে রাঙামাটিতে পিসিসিপি'র মানববন্ধন 


মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে চুক্তির পূনমূল্যায়ন করার দাবিতে এবং 'গত ৯ নভেম্বর খাগড়াছড়িতে অপহরণকৃত কাঠ ব্যবসায়ী রাসেল'কে উদ্ধার', পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, প্রত্যাহারকৃত সেনাক্যম্প পুনঃস্থাপন, পাহাড়ে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।


শুক্রবার সকালে শহরের বনরূপা চত্বরে সংগঠনটির উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন ব্যানার ফেস্টুন হাতে নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ স্থানীয় বাঙালীরাও অংশগ্রহণ করেন। 


মানববন্ধনে বক্তারা বলেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তযবানের জন্য ২৬টি জাতীয় আইন এবং পার্বত্য চট্টগ্রাম সম্পর্কিত সুনির্দিষ্ট ১২টি আইনসহ মোট ৩৮টি আইন সংশোধন করা প্রয়োজন।


এ সময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি’র) রাঙামাটি জেলা সভাপতি ও নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজমের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি’র রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী মো. জালোয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পিসিসিপি’র রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কলেজ আহŸায়ক মো: শহিদুল ইসলাম, পৌর সভাপতি পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক মো: রিয়াজুল ইসলাম বাবু, সাপছড়ি ইউনিয়ন সভাপতি মো: ইদ্রিছ প্রমুখ।


Post Top Ad

Responsive Ads Here