ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ এর লেখা দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের বিশিষ্ট বিজ্ঞানী, লেখক ও শিক্ষাবিদ ডঃ মোহাম্মদ জাফর ইকবাল।
রোববার বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ফরিদপুরের নন্দিত জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননন্দিত কথা সাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবাল।
এসময় মোহাম্মদ জাফর ইকবাল এর সহধর্মিনী প্রফেসর ইয়াসমিন হক, পুলিশ সুপার মোঃ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত দেবনাথ, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলাম, সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক খান সহ কলেজের অধ্যক্ষ, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচনকৃত বই দুটি হলো : ১. 'বিশ্বসেরা ১০০ বক্তৃতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবের ৭ই মার্চের ভাষণ' এবং ২। 'বাংলাদেশের জলাভূমি'। বই দুটির প্রকাশনা সংস্থা জেকেটি পাবলিকেশন্স।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ ইতোপূর্বে আরো দুটি বই লিখেছেন। তার বই দুটি হলো 'মাঠ প্রশাসনের বিবর্তন প্রেক্ষাপট: বাংলাদেশ' এবং 'পানি সম্পদ ব্যবস্থাপনা প্রেক্ষিত: বাংলাদেশ।
এর আগে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ এ এ+ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ফরিদপুরে আসেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পি এ এ প্রণীত বই দুটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।