দফায় দফায় নৌকার নেতারা হামলা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩

দফায় দফায় নৌকার নেতারা হামলা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের

দফায় দফায় নৌকার নেতারা হামলা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের
দফায় দফায় নৌকার নেতারা হামলা চালাচ্ছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের 


ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী:

প্রতীক বরাদ্দের পর থেকেই রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় নৌকা প্রতীক ও কাঁচি মার্কায় ভোট প্রচারণায় মাঠ কাজ করছেন উভয় পক্ষের সমর্থকরা। শুক্রবার প্রচারণার ৫দনি চলছে। এরই মধ্যে হামলা ও মামলার ঘটনা ঘটেছে। শক্তিশালী নৌকার পক্ষের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীদের হুমকি দামকি দেয়ার অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী ও তাদের নেতা-কর্মীরা। 


বৃহস্পতিবার সকাল ১১টার সময় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক এবং তার নিকটবর্তী নেতারা চারঘাট প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় করেছেন। ওই সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তবে সরদহ ইউনিয়নের সাবকে চেয়ারম্যান মতিউর রহমান তফন বলেন, সরদহ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধু পলাশাবাড়ী জামে মসজিদে এক বক্তব্যে তিনি বলেছেন, যারা নৌকায় ভোট দিবেন তারা ভোট কেন্দ্রে যাবেন, অন্যথায় কেউ ভোট দিতে যাবেন না। এছাড়া তাদের প্রচারণায় বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখাচ্ছে। অপরদিকে বুধবার সন্ধায় স্বতন্ত্রপ্রার্থীও প্রচারণায়ার সময় তাদের একটি গাড়ি ভাংচুর কওে নৌকার সমর্থকরা।        


স্বতন্ত্রপ্রার্থী রাহেনুল হক অভিযোগ করে বলেন, দফায় দফায় হামলার ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ‘সরদহ বাজারের ট্রাফিক মোড়ে রাতে তাঁদের প্রচার-প্রচারণার কর্মসূচি ছিল। সেখানে অংশ নেন নাজির। ৯টার পর বাড়ি ফেরার পথে চারঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নৌকা প্রতীকের অফিসে সামনে তার পথ গতি রোধ করা হয়। পরে নাজিরকে ধরে নিয়ে যায়  নৌকার কার্যালয়ে। প্রথমে তাকে বলে,  ‘এই তোকে নিষেধ করেছি, কাঁচির রাহেনুলের ভোট করবি না, তুই নৌকার ভোট করবি।’ তখন নাজির তাদের প্রস্তাবে অসম্পতি প্রকাশ করে বলে, স্বতন্ত্র প্রার্থী ভোট করবো, নৌকার ভোট করবো না। সেই প্রস্তাবে সে রাজি না হওয়ায় তাকে তাকে হাতুড়ি, রড, চেয়ার দিয়ে পেটানো হয়। মাথায় অনেক অংশ কেটেগেছে, এছাড়া শরীরেও নানা জায়গায় আঘাত পেয়েছে নাজির। আহত ব্যক্তির নাম মো. নাজির হোসেন (৩৯)। সে সরদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাদিপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে। রাতে তিনি স্বতন্ত্রপ্রার্থী রাহেনুল হকের কাঁচি প্রতীকে প্রচারণায় অংশ নিয়েছিলেন।


এই ঘটনার পর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী, চারঘাট সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার প্রণব কুমার, চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সিদ্দিকুর রহমান হাসপাতালে পরিদর্শন করেছেন। এ ঘটনায় বাস্তহারা লীগের সভাপতি ও চারঘাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নৌকা প্রতীকে কার্যালয়ের সভাপতি মো. শামীম সরকার, সরদহ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আদিল, রাসেল- এই কয়েকজনের নাম বলেছে ভুক্তভোগী। 


এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, চারঘাটের বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। একজন ব্যক্তিকে জখম করা হয়েছে। এ বিষয়ে জানার পর পুলিশ অফিসার ও সঙ্গীও ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হামলার পর আহত ব্যাক্তির ভাই উজির ৬/৭ জনের নামে চারঘাট মডেল থানায় মামলা করেছেন। মামলার সুত্রধরে থানা পুলিশ ফয়সাল হোসেন ডাবলু ও বাপ্পি নামে এজাহার নামীয় দুজনকে আটক করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here