![]() |
কৌতহলে নৌকার লিফলেট নিচ্ছে ছোট্ট শিশুরা |
ওবায়দুল ইসলাম রবি রাজশাহী:
বড়দের অনুকরনে ছোট্র শিশুরা দিনে দিনে বেড়ে উঠে। ঠিক সেই অনুকরণে একটি ছোট্র শিশুরা নৌকার প্রতীকের লিফলেট প্রার্থীর কাছ থেকে চেয়ে নিচ্ছে। ওই সময় নৌকার মনোনিত প্রার্থী হাস্য উজ্জ্বল মুখে শিশুদের হাতে লিফলেট তুলে দিয়েছেন।
সম্প্রতী সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘা-বাঘা ৬ আসনে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে তিন বারের সফল এমপি শাহরিয়ার আলম। শিশুরা জানে না, সে ভোট দিতে পারবে কি না, এখনো অনেক সময় বাকি একজন ভোটার হতে। কিন্ত তার ইচ্ছের কাছে পিতা-মাতাসহ সকল বয়সের মানুষ তার শখের দাবিটা পূরন করার চেষ্টা করে বলে প্রার্থী তার ব্যাক্ত প্রকাশ করেন।
কলি থেকে ফুলে প্রস্ফুটিত হয়ে সুবাস ছাড়ায় আকাশে বাতাশে। তেমনি ওই ছোট্র শিশুরা একদিন এই দেশের দায়িত্ব নিবে। তাকে অবহেলা করার কোন সুযোগ নেই। বুধবার রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের বিভিন্ন গ্রামের ভোটারদের সাথে নৌকার প্রার্থী তার নির্বাচনের লক্ষে ভোট প্রার্থনা করছিলেন। ওই সময় কৌতহলি কয়েক জন শিশু প্রার্থীর কাছে একটি করে লিফলেট নেয়ার দাবি করে। তিনিও হাস্য উজ্জ্বল মুখে শিশুদের হাতে একটি করে লিফলেট তুলে দেন। পরে তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তার প্রতিকার করার চেষ্টা করার প্রতিশ্রুতি দেন।