প্রত্যাহারের পর পিরোজপুরে তিনটি আসনে প্রার্থী রয়েছেন ১৯ জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ১৭, ২০২৩

প্রত্যাহারের পর পিরোজপুরে তিনটি আসনে প্রার্থী রয়েছেন ১৯ জন

প্রত্যাহারের পর পিরোজপুরে তিনটি আসনে প্রার্থী রয়েছেন ১৯ জন
প্রত্যাহারের পর পিরোজপুরে তিনটি আসনে প্রার্থী রয়েছেন ১৯ জন


পিরোজপুর প্রতিনিধি: 

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে পিরোজপুরের তিনটি আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছে ১৯ জন। 


পিরোজপুর-১ আসন থেকে জাকের পার্টি মনোনীত মোঃ ফরহাদ আহম্মেদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মোঃ সাইদুল ইসলাম ডালিম তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের পর এ আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছে আওয়ামী লীগ মনোনীত মৎস ও প্রাণিসম্পদ মন্ত্র শ ম রেজাউল করিম (নৌকা), জেলা আওয়ামী লীগের সভাপতি স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল, জাতীয় পার্টি মনোনীত মোঃ নজরুল ইসলাম (লাঙল) এবং তৃণমূল বিএনপি মনোনীত ইয়ার হোসেন রিপন। 


পিরোজপুর-২ আসন থেকে জাকের পার্টি মনোনীত মোঃ ফয়সাল এবং আওয়ামী লীগ মনোনীত কানাই লাল বিশ^াস তাদের প্রার্থীতা প্রত্যাহারের পর এ আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) এর চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত মোঃ মিজানুর রহমান ওরফে সৈয়দ মনির, ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত মোঃ আবুল বাশার, গণফ্রন্ট মনোনীত মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহমুদ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মোঃ ছগির মিয়া এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মোঃ জাকির হোসাইন । 


পিরোজপুর-৩ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুর রহমান এবং জাকের পার্টি মনোনীত চন্দ্র শেখর ওঝা তাদের মনোনয়ন প্রত্যাহারের পর এ আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন জাতীয় পার্টি মনোনীত মোঃ মাশরেকুল আজম রবি (লাঙল), বর্তমান সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ রুস্তুম আলী ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মোঃ শামীম শাহনেওয়াজ, বাংলাদেশ কংগ্রেস মনোনীত হোসাইন মোশারেফ সাকু, বাংলাদেশ কল্যান পার্টি মনোনীত মোঃ শহিদুল ইসলাম স্বপন, বাংলাদেশ তরিকত ফেডারেশন মনোনীত মোঃ শহিদুল ইসলাম, ন্যাশনাল পিপলস্ পার্টি মনোনীত মোঃ আমির হোসেন এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) মনোনীত মোঃ জাসেম মিয়া। এই আসনটি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে। 


Post Top Ad

Responsive Ads Here