বোয়ালমারীতে জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৩ এ বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরন |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে সোমবার (১১ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:মোশারেফ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন - কাদিরদি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো:নুরুজ্জামান,শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন,কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আলমগির হোসেন, একাডেমিক সুপারভাইজার আয়শা খাতুন, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হোসাইন আহমেদ সহ উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের প্রধানগণ।
উপজেলায় শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসাবে কাদিরদি ডিগ্রী কলেজ, শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি ) হিসাবে শাহ জাফর টেকনিক্যাল কলেজ,শ্রেষ্ঠশিক্ষা প্রতিষ্ঠান (স্কুল) বোয়ালমারী জর্জ একাডেমী,শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান(মাদ্রাসা) আল হাসান মহিলা মাদ্রাসা,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কলেজ) মো:নুরুজ্জামান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল) আয়ুব আলী,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান(কারিগরি)লিয়াকত হোসেন লিটন,মাদ্রাসা সুপার এমএ কুদ্দুস, শ্রেষ্ঠ শ্রেনী শিক্ষক(স্কুল) খরসুতী চন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন রনী,শ্রেষ্ট শ্রেনী শিক্ষক(মাদ্রাসা) তহমিনা খানম,কলেজ ইসারত আলী,শ্রেষ্ঠ শিক্ষার্থী (স্কুল) আরিদা আলম রিনভি।
এছাড়াও উপজেলার শ্রেষ্ঠশিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।