প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩

প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব

প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব
প্রার্থী ও ভোটারদের আস্থা অর্জন করাই হচ্ছে ইসির প্রধান দায়িত্ব 


পিরোজপুর প্রতিনিধি: 

জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে পিরোজপুর জেলার রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও জেলার তিনটি আসনের সকল প্রার্থীদের সাথে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব খান (অবঃ)।


মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অডিটোরিয়ামে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান, পিরোজপুর ও ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান ও ফারাগুল নিজুমসহ সেনাবাহিনীর সদস্য, র‌্যাব-৮ এর সদস্য, সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগন, সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা ও উপজেলার নির্বাচন অফিসারগন, গনমাধ্যম কর্মীসহ বিভিন্ন দলের প্রার্থীগন এসময় উপস্থিত ছিলেন।


এসময় প্রার্থীরা ইসি আহসান হাবিবের কাছে নির্বাচনী বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মতবিনিময় সভা শেষে জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিং করেন ইসি। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ইসি হাবিব বলেন, আমাদের নির্বাচন কমিশন এ নিয়ে প্রায় ১৩’শো নির্বাচন অনুষ্ঠিত করেছে, আসছে জাতীয় নির্বাচন হবে ১০০% ফ্রি-ফেয়ার। যদি ১টিও জাল ভোট পড়ে তাহলে চাকুরীচ্যুত হবেন কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার, পলিন অফিসার সহ সকল সরকারি কর্মকর্তারা। সেই সাথে ঐকেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ থাকবে।


Post Top Ad

Responsive Ads Here