![]() |
সদরপুর প্রেসক্লাবের সাধারণ সভায় নবীন বরণ অনুষ্ঠিত |
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:
ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী‘সদরপুর প্রেসক্লাব’এর সাধারণ সভা সোমবার (২৫ ডিসেম্বর ২০২৩) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতহয়।
সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে দায়িত্ব পালনে পর্যবেক্ষক কার্ড সংগ্রহ, পেশাগত দায়িত্ব পালনে সম্মিলিত ও পারস্পরিক সৌহার্দপূর্ণ অবস্থান নিশ্চিতকরণ, সদরপুর প্রেসক্লাবকে আরও আধুনিকায়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় ।
সদরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলামের পরিচালনায় এবং সদস্য মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় তিনজন নবীন সদস্যকে বরণ করে নেয়া হয় । তারা হলেন, কবির হোসাইন (দৈনিক ইনকিলাব), মো: ইমারত হোসেন বাচ্চু (দৈনিক বর্তমান দেশবাংলা) ও মো: মামুন অর রশিদ (দৈনিক ঢাকা টাইমস ও দৈনিক তৃতীয় মাত্রা)।
বিগত সাধারণ সভায় তাদেরকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হয়েছিল, আজকের সাধারণ সভায় তাদের বরণ করে নেয়া হলো।
সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন আজীবন সদস্য মো: মোশাররফ হোসেন, আজীবন সদস্য সৈয়দ দেলোয়ার হোসেন, হুমায়ুন কবির, কে.এম. আবু সাঈদ, আ: মোতালেব হাওলাদার, প্রভাত কুমার সাহা, মো: নজরুল ইসলাম নুরু, আবু সায়েম (শাহীন), মোঃকামরুল ইসলাম প্রমুখ।