সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার নির্বাচনে সভাপতি ভোলানাথ, সম্পাদক আসাদুজ্জামান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

শুক্রবার, ডিসেম্বর ২২, ২০২৩

সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার নির্বাচনে সভাপতি ভোলানাথ, সম্পাদক আসাদুজ্জামান

Responsive Ads Here
সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার নির্বাচনে সভাপতি ভোলানাথ, সম্পাদক আসাদুজ্জামান
সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার নির্বাচনে সভাপতি ভোলানাথ, সম্পাদক আসাদুজ্জামান


কবির হোসাইন, সদরপুর (ফরিদপুর) :

ফরিদপুর সদরপুরে ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভোলানাথ ফার্মেসীর কর্ণধার ভোলানাথ সাহা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ছোঁয়া ফার্মেসীর কর্ণধার আসাদুজ্জামান রাহাত। 


বিজয়ী সভাপতি ভোলানাথ সাহা এই প্রতিবেদককে তার অনুভুতি প্রকাশ করে বলেন, শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোটারগণ আমাকে ভালবেসে ভোট দিয়েছে আমিও তাদের মনের আশা পূর্ণ করবার চেষ্টা করে যাব।


বিজয়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাহাত বলেন, অত্যন্ত সুষ্ঠু নির্বাচন হয়েছে। বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমি ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যের কল্যাণে কাজ করব। 


সদরপুর উপজেলা প্রশাসনের তত্বাবধানে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনেব্যালট ভোটের মাধ্যমে সদরপুর ঔষধ ব্যবসায়ী কল্যাণ সংস্থার কার্যকরী পরিষদের দুই বছর মেয়াদি (২০২৩-২৪ সাল) নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। নির্বাচন সম্পন্ন হবার পর বিকেল তিনটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ।


এবারের নির্বাচনে ৫৯ভোটারশতভাগ ভোটা প্রদান করেছেন।  সভাপতি পদে ভোলানাথ সাহা ( আনারস প্রতীক)৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধ্রুবনাথ সাহা (চেয়ার প্রতীক) পেয়েছেন ৯ ভোট। 


সাধারণ সম্পাদক পদে নির্বাচিত মোঃ আসাদুজ্জামান (রাহাত)  (মোটর সাইকেল প্রতীক) পেয়েছেন ৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী কামরুল হাসান ( সিংহ প্রতীক) পেয়েছেন ১২ ভোট।


নতুন কমিটিতে সহ-সভাপতি পদে মোঃ সিরাজ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ রাশেদুল ইসলাম , সাংগঠনিক সম্পাদক পদে শেখ মোঃ মিন্টু , কোষাধ্যক্ষ পদে স্বপন কুমার মন্ডল  ও কার্যকরী সদস্য পদে এনামুল ইসলাম বিজয়ী হয়েছেন। 


নির্বাচন কমিশনার ছিলেন মোঃ ওমর আলী শিকদার, মোঃ শাহাদাৎ হোসেন, ফিরোজ মাহমুদ ও মোঃ জাহিদ তালুকদার।প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন (উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা) সমীর বৈদ্য, সহকারী প্রিজাইডিং অফিসার (সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) মোঃ মোফাজ্জেল হোসেন  এবং পোলিং এজেন্ট ছিলেন সাবরীনা ইয়াসমীন। 

Post Top Ad