![]() |
বগুড়া-৩: জাপা প্রার্থীকে আওয়ামী লীগের একাংশের সমর্থন |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে অবশেষে জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদারের পক্ষে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের একাংশ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ ।
শনিবার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের পূর্বাশা কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের একাংশ নেতাদের সমন্বয়ে নির্বাচনী মত বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির লাঙল প্রতিকের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, উপজেলা ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন, আব্দুল্লাহ আল মামুন রিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডের নেতা-কর্মীরা। তবে সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খাঁন রাজু ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহী কাজলসহ অনেক সিনিয়র নেতাদের দেখা যায় নি।