আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন

 

আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন
আমতলীতে মহান বিজয় দিবস উদযাপন

আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিল  প্রভাতে ৩১ বার তোপধ্বনি,  সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,  শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, চিত্রাঙ্গণ প্রতিযোগীতা, আলোচনা সভা, কোরানখানি ও মিলাদ মাহফিল।


শনিবার সকাল ৮ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, আমতলী থানা, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, প্রেসক্লাব, আমতলী সাংবাদিক ইউনিয়ন,  যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন,  শিক্ষা প্রতিষ্ঠান,  সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। পরে একে সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আবু জাহের, ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান ও  নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি । 


বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ঈছা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাজমুল হক , উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হালিমা সরদার, সমাজসেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক ও অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ। 


Post Top Ad

Responsive Ads Here