ফেনসিডিলসহ পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের গার্ড ও অপারেটর গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহার স্টেশনে ৮০ বোতল ফেনসিডিলসহ ট্রেনের গার্ড ও পিএ অপারেটরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টায় তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো- পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে কর্মরত গার্ড জাহাঙ্গীর কবির ও পিএ অপারেটর সাদেকুল ইসলাম।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে কর্মরত গার্ড ও পিএ অপারেটর মিলে ওই ট্রেনে মাদক বহন করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনে অভিযান চালানো হয়।
বুধবার বিকালে ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে তাদের কাছে থাকা দুটি ট্রাভেলব্যাগ তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিলসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। রাতে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।