সালথায় ফসলি জমি থেকে ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ উদ্ধার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩

সালথায় ফসলি জমি থেকে ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ উদ্ধার

 

সালথায় ফসলি জমি থেকে ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ উদ্ধার
সালথায় ফসলি জমি থেকে ৩-৪ মাস আগে দাফন হওয়া দুটি মরদেহ উদ্ধার

শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে প্লাস্টিকের বস্তাবন্দি কাফনের কাপড়ে প্যাঁচানো দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের একটি ফসলি জমি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।


মরদেহটি দুটি স্থানীয় কালা মোল্লার স্ত্রী হাবিবা বেগম (৬০) ও একই গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে ইদ্রিস শেখের (৬৫) বলে জানা গেছে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাবিবা ও ইদ্রিস ৩-৪ মাস আগে মারা যান। তাদের গোয়ালপাড়া কবরস্থানে সমাহিত করা হয়। দুর্বৃত্তরা মরদেহ দুটি চুরি করতে ব্যর্থ হয়ে কবরস্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি জমিতে ফেলে রেখে চলে যান। সকালে বস্তাভর্তি মরদেহ দুটি কুকুরে টানাটানি করার সময় স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সালথা থানার পুলিশ গিয়ে এগুলো উদ্ধার করে। তবে গোয়ালপাড়া কবরস্থানে খোঁজ নিয়ে জানা যায়, কবর থেকে আরও দুটি মরদেহ উধাও হয়ে গেছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Post Top Ad

Responsive Ads Here