![]() |
সালথায় ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার |
সালথা(ফরিদপুর)প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় ইয়াবাসহ মো. রিপুল ফকির (৩৯) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রিপুল ফকির উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পাঁচ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে এ ঘটনায় বুধবার (২৭ ডিসেম্বর) সালথা থানায় ওই ইউপি সদস্যর বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের শেষে একইদিন ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ১'শ চার পিচ ইয়াবাসহ ওই ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের এ ধারা আরো জোরদার করা হবে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ উপ-পরিচালক।