![]() |
ভোলায় পরকীয়ায় আসক্ত স্ত্রী, অতঃপর স্বামীর কীটনাশক পান |
ভোলা সংবাদাতা:
পরকীয়ায় আসক্ত স্ত্রী, অতঃপর কীটনাশক পানে আত্মহত্যা করেছে স্বামী এমনটি ঘটেছে ভোলার লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নে করিমগঞ্জ গ্রামের মোঃ রফিজল হকের ছেলে মোঃ আলী রাজের (২৫)।
আজ (১৩ ডিসেম্বর) বুধবার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আলীরাজের(২৫) মৃত্যু হয়। এ ঘটনায় লালমোহন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সুত্র জানায় বুধবার ভোরে ওই যুবক কীটনাশক পান করেন।মৃত রাজের পরিবার জানান, বিয়ের পর থেকে রাজ এবং তার স্ত্রী ঢাকায় থাকতেন। বিয়ের কিছুদিন পর স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। তাকে একাধিকবার শাসন করেও স্বামী রাজ পরকীয়া প্রেম থেকে তাকে ফেরাতে ব্যর্থ হন। এ কারনে রাজ ও তার স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি লেগেই থাকতো।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুব উল আলম জানান মৃত আলী রাজ (২৫) লালমোহন উপজেলার ধলীগৌনগর ইউনিয়নের করিমগঞ্জ গ্রামের মো. রফিজল হকের ছেলে।
গতকাল তার পরিবার রাজকে ঢাকা থেকে লালমোহন নিয়ে আসেন এবং আজ ভোরে কীটনাশক পান করেন। মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে রাজের মৃত্যু হয়।
লালমোহন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, রাজের মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসা হয়েছে। এখানে তার বোন ব্যতীত আর কেউ নেই। তার পরিবারের অন্যান্য লোকজনকে থানায় আসতে বলা হয়েছে।
ওসি এস এম মাহবুব উল আলম জানান, প্রাথমিকভাবে রাজের পরিবার পুলিশকে জানিয়েছে, রাজের স্ত্রী পরকীয়া প্রেমের বলি হলো রাজের। স্ত্রীকে পরকীয়া প্রেম থেকে ফেরাতে না পেরে রাজ কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে তার স্বজনদের দাবি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাজের মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।