ইন্দুরকানীতে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩

ইন্দুরকানীতে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ইন্দুরকানীতে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত
ইন্দুরকানীতে যাত্রবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের  ইন্দুরকানীতে বাসচাপায় মারুফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক যুবক নিহত হয়েছেন। 


মঙ্গলবার সকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের উমিদপুর এলাকায় পিরোজপুর মঠবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।মো: মারুফ পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া এলাকার মাওলানা আব্দুস সালাম তালুকদারের ছেলে।


মারুফের বাবা জানান, ‘সকালে তার ছেলে ব্যক্তিগত মোটরসাইকেল যোগে টগড়া এলাকায় তাদের বাড়ি থেকে পিরোজপুরের উদ্দেশে রওনা হয়। পরে পিরোজপুর মঠবাড়িয়া সড়কের ইন্দুরকানী উপজেলার উমিদপুর এলাকায় এলে ঢাকা থেকে আসা বনফুল পরিবহনের একটি বাস তার ছেলেসহ মোটরসাইকেলটি চাপা দেয়। এতে তার ছেলে মারুফ গুরুত্বর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যায়।


অবস্থা গুরত্বর হওয়া জেলা হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপালে পাঠানো হয়। খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারুফ মারা যায় ।


‘ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় বনফুল পরিবহনের চালক ও বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


Post Top Ad

Responsive Ads Here