![]() |
বগুড়া-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী বাঁধন |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। হাইকোর্টের আদেশে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন তিনি। খাঁন সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তার পক্ষে আইনজীবী ছিলেন এ্যাডভোকেট শহিদুল ইসলাম খান লিটন ।
গত বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার সময় নির্বাচন ভবনের অডিটোরিয়াম হল রুমে আপিল শুনানির পর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা খাঁন সাইফুল্লাহ আল মেহেদী বাঁধ কে মনোনয়নপত্রের বৈধতার রায় দেন। এতে করে তার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করতে কোনো আইনগত বাধা থাকলো না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাঁন সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বগুড়া-৩ (সংসদীয় আসন-৩৮) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পদক।
খাঁন সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেন, ভোটারের তথ্য ১% গমমিল থাকার কারণে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরবর্তীতে আপলি করাই আমি আমার তা ফিরে পেলাম।