সদরপুরে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

সদরপুরে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

সদরপুরে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সদরপুরে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত  

সদরপুর (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা:

ফরিদপুরের সদরপুর উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন-শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 


রবিবার ( ২৪ ডিসেম্বর)বিকেল ৩টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা নির্বাচন অফিসারের সার্বিক সহযোগীতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধিমালা ও আইন-শৃংখলা সংক্রান্ত করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। 


মতবিনিময় সভায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সৈয়দ মোরাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন শেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 


এর আগে, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচন উপলক্ষে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য নির্বাচনী আচরণ বিধিমালা, ভোট গ্রহণ ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় দ্বাদশ জাতীয় নির্বাচনী কাজে দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকবৃন্দ ও অন্যান্য দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





Post Top Ad

Responsive Ads Here