মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় মুক্ত দিবস পালন |
মেহের আমজাদ,মেহেরপুর:
জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র্যালি পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে মেহেরপুর মুক্ত দিবস পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
জেলা প্রশাসক মাহমুদ শামীম হাসান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে মেহেরপুর মুক্ত দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এর নেতৃত্বে র্যালিটি জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শুরু করে বাদ্যের তালে তালে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়। এসময় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে মেহেরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ শামীম হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।