যশোরে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের ২ যুবক নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩

যশোরে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের ২ যুবক নিহত

যশোরে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের ২ যুবক নিহত
যশোরে ট্রেনের ধাক্কায় ঝিনাইদহের ২ যুবক নিহত


ঝিনাইদহ প্রতিনিধি:

রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে চৌগাছা যশোর সড়কের চূড়ামনকাটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সাংবাদিক ওহিদুজ্জামান মিলন ঘটনাস্থল থেকে জানান, ট্রেনটি খুলনার দিকে এবং ভুষিবোঝাই ট্রাকটি চৌগাছার দিকে যাচ্ছিল। 


রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান তখন ছিলেন না। ঘটনাস্থলে থাকা লোকজনের সঙ্গে কথা বলে তিনি জানান, নিহতরা হলেন ট্রাকচালক পারভেজ (৫০) ও হেলপার নাজমুল (৪০)। তাদের বাড়ি যথাক্রমে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রাম এবং মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। 


এদিকে দুর্ঘটনার খবর পেয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। 


সিনিয়র স্টেশন কর্মকর্তা নাহিদ মামুন বলেন, সকাল ৫টা ৪৫ মিনিটে আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। ভুষিবোঝাই ট্রাকটি উল্টে গেছিল তার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আমরা স্পট ডেড হিসেবে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করি। পরে পুলিশ এসে ট্রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে ফেলে। 


স্থানীয় সাজিয়ালি ক্যাম্পের ইনচার্জ এসআই সেলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ট্রেনের সাথে ট্রাকের ধাক্কায় ট্রাকচালক ও হেলপারের মৃত্যু হয়েছে। বিষয়টি জিআরপি পুলিশের। যশোর রেল পুলিশের এসআই শাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দুই জনের মৃত্যু হয়েছে। তাদের সুরতহাল রিপোর্ট করছি।



Post Top Ad

Responsive Ads Here