![]() |
আদমদীঘিতে ভোর্ট বর্জনের সমর্থনে বিএনপির মিছিল ও লিফলেট বিতরন |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে লক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলাতে মিছিল ও লিফলেট বিতরণ করেছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলার মুরইল- রাইকালী আঞ্চলিক সড়কে মিছিল ও লিফলেট বিতরণের নেতৃত্ব দেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ও আদমদীঘি থানা বিএনপির নেতা মাহফুজুল হক টিকন।
এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক এঞ্জেল হোসেন, যুবদল নেতা রুবেল হোসেন, রাশেদ হোসেন, তামিম হোসেন, সান্তাহার পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ আবিদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের নেতা-কর্মীরা এই মিছিল ও লিফট বিতরণে অংশ নেয়।