![]() |
ঘন কুয়াশার চাদরে মোড়ানো সদরপুর |
কবির হোসাইন, সদরপুর প্রতিনিধি:
ঘন কুয়াশায় ঢেকে পড়েছে ফরিদপুরের সদরপুর। মঙ্গলবার (২৬ ডিসেম্বর)সাত সকালে হাঁটার প্রয়োজনে বের হওয়া অপ্রস্তুত মানুষ মুখোমুখী হয়েছেন তীব্র কুয়াশার।
শীতের কনকনে আবহ থাকলেও এতদিন ঝকঝকে পরিষ্কার সকালে স্বচ্ছন্দে চলাচল করেছিল মানুষ। আজ অনেকেই এ পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। খুব নিকট দূরত্বেও কিছুই দেখা যাচ্ছিল না। তখন ঘড়ির কাঁটা সকাল ৮টা। দূর্ঘটনার ঝুঁকি এড়াতে হেডলাট জ্বালিয়ে গাড়ি চলাচল করতে দেখা গেছে।সময় সংবাদের এই প্রতিবেদক সকালে ঘন কুয়াশা ক্যামেরাবন্দী করেছেন।
কুয়াশাচ্ছনসদরপুরেরপ্রধানসড়কে চলাচলকারী মাহেন্দ্র চালক জালাল সময় সংবাদকে জানান, খুব ভোরে বের হয়েছি। এত কুয়াশা যে রাস্তাঘাট কিছুই দেখা যায়না। খুব সাবধানে সদরপুরে এসেছি। গাড়ির হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছি। তবে শীতও পড়েছে। পথচারী নুরন্নবী মজুমদার জানান, হঠাৎকরে কুয়াশা পড়েছে। এতদিন বেশ পরিষ্কার ছিল। ঘন কুয়াশা অব্যাহত থাকলে কাজে ব্যাঘাত ঘটে।
কালিখোলা বাজারের সব্জি বিক্রেতা চুন্নু জানান, আজ কুয়াশার কারণে লোকজন খুব সকালে বাজারে আসেনি। আমাদেরও কৃষকের ক্ষেত থেকে সবজি বাজারে আনতে দেরী করতে হয়েছে।