![]() |
আমি এমপি হিসেবে নয়, ভাই হয়ে থাকতে চাই - মহিউদ্দিন মহারাজ |
পিরোজপুর প্রতিনিধি:
হাজারো জনতার অংশগ্রহনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর- ২ (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতিকের মহিউদ্দিন মহারাজের নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের পঞ্চবেকী বাজার মাঠে এ পথ সভার আয়োজন করে নেছারাবাদ উপজেলার মহিউদ্দিন মহারাজের সমর্থকেরা।
সভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল পরিমানে ভোটার উপস্থিতি হওয়ার ফলে সকলের নিকট জননেত্রি শেখ হাসিনার সালাম পৌছে দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মহিউদ্দিন মহারাজ বলেন, "আমি এমপি হিসেবে নয়, ভালোবাসা নিয়ে ভাই হয়ে থাকতে চাই"। আমাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আপ্রাণ কাজ করে যাবো।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।