![]() |
বগুড়া-৩ আসনে নির্বাচনী প্রচারণা নিয়ে দুই গ্রুপের হাতাহাতি |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী ট্রাক ও কাঁচি প্রতিকের কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতেকরে গুরুতর আহত হন বেশ কিছু কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় আদমদীঘি থানায় দুই পক্ষের কর্মীরা পাল্টা-পাল্টি দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
জানা যায়, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শুরু হয় প্রর্থীদের প্রচারণা। গত বুধবার দুপুরে আদমদীঘি জনতা ব্যাংকের সামনে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর পোস্টারের উপর কাঁচি প্রতিকের প্রার্থী অজয় সরকারের পোস্টার লাগানো নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই প্রতিকের কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতেকরে ট্রাক প্রতিকের কর্মী রাজু আহম্মেদ নয়নসহ ৫ জন গুরুতর আহত হন। এ ঘটনায় রাজু আহম্মেদ নয়ন বাদী হয়ে নিকটবর্তী থানায় কাঁচি প্রতিকের কর্মী রশিদুল ইসলাম রশিদ, হাসান সহ ৬জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এদিকে কাঁচি প্রতিকের কর্মী সমর্থক রশিদুল ইসলাম রশিদ জানান, সেদিন আদমদীঘি জনতা ব্যাংকের সামনে কয়েকজন নিয়ে কাঁচি প্রতীকের প্রার্থী অজয় কুমারের নির্বাচনী প্রচারণার কাজ করছিলাম। এসময় সেখানে ট্রাক প্রতীকের কর্মী সমর্থক আব্দুল হক আবু দলবদ্ধ হয়ে এসে আমার কাছে থেকে হ্যান্ড পোস্টার ছিনিয়ে নেন। এতে বাঁধা দিলে আমার শার্টের কলার ধরে এলোপাথাড়ি কিল, ঘুষি মারেন। পরে একই দিন বিকেলে আমার বাড়ির সামনে এসে তারা হুমকি ধামকি দিয়ে যান। এ ব্যাপারে থানায় ট্রাক প্রতীকের কর্মী- সমর্থক আব্দুল হক আবুসহ ৪ জনের নামে লিখিত অভিযোগ করি। তাদের অভিযোগটা ভিত্তিহীন। এ ঘটনার পর থেকে আমাদের নির্বাচনী প্রচারণায় বাঁধা বিঘ্নতা সৃষ্টি হচ্ছে বলে জানান তিনি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্ত্তী জানান, এ ঘটনায় দুই স্বতন্ত্র প্রতিপক্ষ কর্মীর দুটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।