নাটোর-৪: এক পৌরসভাতেই ৫, এক মহল্লাতেই ৩ জন এমপি প্রার্থী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ০২, ২০২৩

নাটোর-৪: এক পৌরসভাতেই ৫, এক মহল্লাতেই ৩ জন এমপি প্রার্থী

 

নাটোর-৪: এক পৌরসভাতেই ৫, এক মহল্লাতেই ৩ জন এমপি প্রার্থী
নাটোর-৪: এক পৌরসভাতেই ৫, এক মহল্লাতেই ৩ জন এমপি প্রার্থী

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে এক পৌরসভাতেই এমপি প্রার্থী ৫ জন এবং এর মধ্যে এক মহল্লাতেই ৩ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতায় মাঠে নেমেছেন। 


জেলার বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার মহিষভাঙ্গা মহল্লাতেই ৩ জনের বাড়ি। এরা হলেন, আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কেএম জাকির হোসেনের মা জাহানার বেগম (স্বতন্ত্র), অধ্যাপক আলাউদ্দিন মৃধা (জাতীয় পার্টি) ও রবিউল করিম (জাকের পার্টি)। বনপাড়া পৌরসভার বাসিন্দা অপর দুইজন হলেন বর্তমান সংসদ সদস্য অফিস পাড়ার ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (আওয়ামীলীগ) ও মৃধাপাড়ার শান্তি রিবেরু (বাংলাদেশ কংগ্রেস পার্টি)। 


এই নির্বাচনে এই আসন থেকে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এর মধ্যে ৯ জনের বাড়ি বড়াইগ্রামে ও বাকী ২ জনের বাড়ি গুরুদাসপুরে। বড়াইগ্রামের ৯ প্রার্থীর মধ্যে ৭ জনের বাড়ি তিন কিলোমিটারের মধ্যে। বড়াইগ্রামের অন্যান্য প্রার্থীরা হলেন, গাজী আবু সায়েম রতন (বিএনএম), সুজন আহম্মেদ (স্বতন্ত্র), আব্দুল খালেক (তৃণমূল বিএনপি) ও সেলিম রেজা (জেপি)।


গুরুদাসপুরের দুই প্রার্থী হলেন ৫ বারের নির্বাচিত আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এর ছেলে আসিফ আব্দুল্লাহ বিন শোভন ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ। এই দুই প্রার্থী আওয়ামীলীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়ার পর স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  


Post Top Ad

Responsive Ads Here