রাঙ্গামাটিতে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা |
মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে রাঙ্গামাটি ২৯৯ একটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, আওয়ামীলীগ, আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি সতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, তৃণমূল বিএনপিসহ ৫ জন প্রার্থী।
রোববার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম সম্পন্ন হয়। এতে মনোনয়নপত্র জমা দেয়া ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো: মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো: শাহনেওয়াজ রাজুসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ অন্যান্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এ সময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া ৫ জন প্রার্থীর দেয়া বিভিন্ন তথ্যাদি যাচাই বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি মনোনীত স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো: হারুনুর রশীদ মাতব্বর, স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে, তৃণমুল বিএনপি মনোনীত প্রার্থী মো: মিজানুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করে রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান। তিনিও অরো বলেন, প্রার্থীর বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে (৫-১০) ডিসেম্বর এর মধ্যে অভিযোগ দেয়া যাবে এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটি পার্বত্য জেলার ২৯৯ আসনে একক ভাবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ৪ বার নির্বাচিত বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার। এই আসনে সতন্ত্র প্রার্থী জনসংহতি সমিতি (জেএসএস) সহ-সভাপতি ও সাবেক এমপি ঊষাতন তালুকদার।
সব মিলিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটির ২৯৯ আসনটিতে বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে এবার লড়াই হবে দ্বিমুখী। যা আওয়ামী লীগ ও জেএসএস’র মধ্যে।
রাঙ্গামাটি পার্বত্য জেলা ২৯৯ একটি আসন। এখানে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৬ হাজার ৯৭৩জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৮৯জন।