আলফাডাঙ্গায় সমাজসেবক মো. ইব্রাহিমের লেপ বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩

আলফাডাঙ্গায় সমাজসেবক মো. ইব্রাহিমের লেপ বিতরণ

আলফাডাঙ্গায় সমাজসেবক মো. ইব্রাহিমের লেপ বিতরণ
আলফাডাঙ্গায় সমাজসেবক মো. ইব্রাহিমের লেপ বিতরণ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ব্যক্তি উদ্যোগে রাতের আঁধারে অর্ধশত অসহায় শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।


সোমবার (১৮ ডিসেম্বর) রাতে পৌর এলাকার মিঠাপুর কলেজপাড়া এলাকায় অসহায় শীতার্তদের ঘরে এ লেপ পৌঁছে দেওয়া হয়।


ওই এলাকার বাসিন্দা, তরুণ সমাজসেবক মো. ইব্রাহিম হোসেনের ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়। ইব্রাহিম হোসেন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের বিমানবন্দর থানা শাখার ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  


মিঠাপুর কলেজপাড়ার বাসিন্দা মামুন শেখ জানান 'সবাইকে শীতবস্ত্র হিসেবে সচরাচর কম্বল কিংবা গরম পোশাক বিতরণ করতে দেখা যায়। কিন্তু কনকনে শীতে এসব তেমনটা কাজে আসে না। এজন্য একটি হতদরিদ্র পরিবার তীব্র শীতে যেন ভালোভাবে শীত নিবারণ করতে পারে; সে জন্য প্রতিবছর লেপ বিতরণ করেন তিনি।'


জানতে চাইলে ইব্রাহিম হোসেন বলেন, 'শীতার্ত মানুষের মুখে হাসি ফোটানোসহ শান্তির ঘুম পাড়াতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যাদের আর্থিক অবস্থা একটু ভালো, তাদের উচিৎ অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো।'


আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু বলেন, 'প্রতিবছর কনকনে শীতের শুরুতে ইব্রাহিম হোসেন এলাকার অসহায় শীতার্ত পরিবারের পাশে উষ্ণতার পরশ বুলিয়ে দিতে পাশে দাঁড়ান। এভাবে সাম্যর্থবান মানুষগুলো অসহায় শীতার্ত পরিবারের পাশে দাঁড়ালে সমাজের কোন মানুষের শীত নিবারনের কষ্ট থাকবে না।'




Post Top Ad

Responsive Ads Here