সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
সালথায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন


শরিফুল হাসান,সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ফরিদপুরের সালথায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। 


উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বণির মধ্যদিয়ে বিজয় দিবসের কর্মসুচীর সুচনা করা হয়। 


সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্তরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পমাল্য অর্পনের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সংসদ সদস্যর পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সালথা থানা পুলিশ, সালথা প্রেসক্লাব, উপজেলা যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ শ্রদ্ধা নিবেদন করেন।


উপজেলা নির্বাহী অফিসার মো: আনিচুর রহমান বালীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর, 

সহকারী পুলিশ সুপার(নগরকান্দা-সালথা)সার্কেল মো.আসাদুজ্জামান শাকিল

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়েজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা, পুলিশ, আনছার, ফায়ারসার্ভিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, অভিবাদন গ্রহণ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।


পরে উপজেলা হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধূলা, চিত্রাংকন প্রতিযোগীতা, শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।


Post Top Ad

Responsive Ads Here