কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩

কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন

কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন
কাউখালীতে মৎস্য সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন 


পিরোজপুর প্রতিনিধি: 

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা চত্বরে মৎস্য কার্ডধারী সুফলভোগী জেলেদের  মাঝে বকনা বাছুর বিতরন অনুষ্ঠিত। 


কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মেল্লার সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ বিশ্বাস। বিশেষ অতিথি জেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম। 


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউখলী মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ হান্নান, সহকারী শিক্ষা অফিসার কেএম জামান, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, চিরাপাড়া পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, সমাজ সেবক আঃ লতিফ খসরু, কাউখালী প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ প্রমুখ। 


উপজেলা সয়না রঘুনাথপুর ও আমরাজুড়ী ইউনিয়নের ১৬জন সুফলভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়। সুফলভোগী জেলে সয়না গ্রামের বাদল হাওলাদার ও গন্ধর্ব আবাসন এলাকার মাছুম বেপারী বলেন, বিকল্প হিসেবে এ বকনা বাছুর পেয়ে নিজেদের কে স্বাবলম্বী গড়ে তোলবো। 


Post Top Ad

Responsive Ads Here