মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, ডিসেম্বর ১৬, ২০২৩

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন

 

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন 

মেহের আমজাদ,মেহেরপুর:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল শনিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এবং সকল সরকারি ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


এ দিন সকাল সাড়ে ৮টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে জাতীয় সংগীতের সুরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তিনি শান্তির প্রতীক কবুতর এবং বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করেন। এর পরে মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। 


জেলা প্রশাসক মেঃ শামীম হাসান প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, জেল পুলিশ, ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, রোভার, স্কাউট, গার্ল গাইড, গার্ল ইন স্কাউট,কাব স্কাউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করেন। পুলিশ সুপার এস এম নাজমুল হক,মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মহিউদ্দীন আহমেদ,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ শামীম হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, নিউজা-উল জান্নাহ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর আহসান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. একেএম নজরুল কাদির,মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, এন.এস.আইয়ের ডিডি মিজানুর রহমান,মেহেরপুর-২৫০ শয্যা বিশেষ জেনারেল হাসপাতালের সুপার ডাঃ জমির মোঃ হাবিবুস সাত্তার,গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রামপাল, মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, মেহেরপুর জেলা আনসার কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


Post Top Ad

Responsive Ads Here