কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩

কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

 

কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালী মুক্ত দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের কাউখালীতে ১৩ই ডিসেম্বর ছিল মুক্ত দিবস। ১৯৭১ সালে ১৩ই ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা পাকহানাদার বাহিনীকে পরাস্ত করে কাউখালীকে শত্রুমুক্ত করে। 


দিনটি কাউখালীবাসীর জন্য বেদনা দায়ক হলেও আনন্দেরও দিন। ১৯৭১ এর এই দিনে কাউখালী উপজেলাকে মুক্তিযোদ্ধারা শত্রুমুক্ত করেন । ১৯৭১ সনের ১৪ই ডিসেম্বর কাউখালীর মাটিতে আনন্দ মিছিল হয়।  কাউখালী ষ্টীমার ঘাট এলাকায় পাইলট হাউজ ভবনে পাক হানাদার বাহিনী রাজাকারদের সহায়তায় নিরীহ সাধারন মানুষসহ অনেক মুক্তিযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করে। সেই জঘন্যতম হত্যার কথা আজও ভুলতে পারেনি কাউখালী উপজেলাবাসী । 


এ উপলক্ষ্যে বুধবার ১৩ ডিসেম্বর  বিকেলে কাউখালী প্রেস ক্লাবের আয়োজনে প্রেসক্লাব কক্ষে এক আলোচনা সভায় প্রেস ক্লাব সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, নুরুল হুদা বাবু, সাংবাদিক মাছুম বিল্লাহ, মেহেদী হাসান নয়ন প্রমূখ। 


সভা সঞ্চালনের দায়িত্ব পালন করেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ মাছুম বিল্লাহ।


Post Top Ad

Responsive Ads Here