পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম ও সম্পাদক তানভীর - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, জানুয়ারী ০১, ২০২৪

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম ও সম্পাদক তানভীর

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম ও সম্পাদক তানভীর
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম ও সম্পাদক তানভীর


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হয়েছেন রেজাউল ইসলাম শামিম ও সাধারণ সম্পাদক হয়েছেন তৃতীয়বারের মতো এস এম তানভীর আহমেদ।


৩০ ডিসেম্বর দুপুর ২টায় কার্য নির্বাহী কমিটির নির্বাচন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে সভাপতি পদে রেজাউল ইসলাম শামিম ও ফসিউল ইসলাম বাচ্চু প্রতিদ্বন্দ্বিতা করেন।


মোট ৪৯ জন সদস্য ভোটারের মধ্যে ৪৬ জন ভোটার তাদের ভোট দিয়ে সভাপতি নির্বাচিত করেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পিরোজপুরের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেজারত ডেপুটি কালেক্টরেট কফিল উদ্দিন মাহমুদ।


এতে আগামী ২০২৪ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এসএম রেজাউল ইসলাম শামিম, এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই জন সহ সভাপতি হয়েছেন ইমাম হোসেন মাসুদ ও খেলাফত হোসেন খসরু, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক জিয়াউল হক, কোষাধ্যক্ষ হাসিবুল ইসলাম হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দিপঙ্কর মাতা মিন্টু, ক্রীড়া সম্পাদক রেজওয়ান ইসলাম সাজন, তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি), দপ্তর ও পরিসম্পদ সম্পাদক-তামিম সরদার।


এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী কমিটির ৯ জন সদস্যরা হলেন- মাহমুদ হোসেন গৌতম চৌধুরী, এমএ রব্বানী ফিরোজ, খালিদ আবু, মাহামুদুর রহমান মাসুদ, কে.এম মোস্তাফিজুর রহমান বিপ্লব, হাসান মামুন, হাবিবুর রহমান এবং ওয়াহিদ হাসান বাবু।



Post Top Ad

Responsive Ads Here